ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

দিনমজুর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
দিনমজুর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল: বরিশালে দিনমজুর হত্যায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ মে) বরিশালের জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা ওই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন।

দণ্ডিত রায়হান মৃধা নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলীর ভাসানী সড়কের মৃধা বাড়ীর বাসিন্দা রশিদ মৃধার ছেলে। রায় ঘোষণার এজলাসে রায়হান উপস্থিত ছিল।

বেঞ্চ সহকারী আরো জানান, টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বে ২০২০ সালের ১২ জুন ভাসানী সড়কে দিনমজুর মামুন মাতুব্বরকে ছুরিকাঘাত করে রায়হান। মামুনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্ত্রী মুন্নী বেগম বাদী হয়ে ২০২০ সালের ১২ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ২০২১ সালের ২৮ নভেম্বর পিবিআই’র পরিদর্শক মতিনুর রহমান মামলার একমাত্র রায়হানকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।

আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।