ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

জাকির হত্যা মামলায় আরেক জাকির রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
জাকির হত্যা মামলায় আরেক জাকির রিমান্ডে

ঢাকা: রাজধানীর নবাবগঞ্জের মোটরসাইকেল চালক জাকির (৪৫) হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন জাকিরকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার মধ্যরাতে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০২০ সালের ২ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরসৈল্যা এলাকার মোটরসাইকেল চালক মো. জাকিরকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। জাকির ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি, তাকে ফোনে ডেকে নিয়ে জাকির হোসেনের নেতৃত্বে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোকসেদা বেগম নবাবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উপজেলার পুরান তুইতালের শফিক (৪০) ও আফজাল নগরের মো. জাকির হোসেনসহ (৪২) অজ্ঞাতনামা চার-পাঁচজনকে জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
কেআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।