ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

কামারখন্দে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
কামারখন্দে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে শফিকুল ইসলামকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।  

শফিকুল কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের আব্দুল মান্নান মধুর ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ০১ অক্টোবর সকালে শফিকুল বাড়ির পাশে লাগানো বিভিন্ন জাতের ছোট-বড় গাছ দা দিয়ে কেটে নষ্ট করছিলেন। সে সময় তার বড় ভাই গাছকাটার কাজে বাধা দিলে শফিকুলের হাতে থাকা দা দিয়ে কোপ দেন। এ অবস্থায় জখম ছেলেকে বাঁচাতে বাবা আব্দুল মান্নান এগিয়ে এলে, তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর ১৭ অক্টোবর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আব্দুল মান্নানের ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে শফিকুলকে আসামি করে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য
গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।