ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা

নীলফামারী: নীলফামারীতে অভিযান চালিয়ে ছয়টি ইটভাটার মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় ও রংপুর পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে নীলফামারী সদরে দুটি ও সৈয়দপুর উপজেলার চারটি ইটভাটায় অভিযানকালে নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নীলফামারী সদরের ডিনা ব্রিকসের মালিককে ২ লাখ ও এসবিএম ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সৈয়দপুর উপজেলার এমএমবি ব্রিকসের মালিককে ৩ লাখ, টিবিএল ব্রিকসের মালিককে ৩ লাখ, এমবি ব্রিকসের মালিককে ৩ লাখ এবং মেসার্স এন.এস.বি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে আদালতের নির্দেশনা ও পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী নীলফামারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।