ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

বরিশালের সেই কাউন্সিলর এখন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বরিশালের সেই কাউন্সিলর এখন কারাগারে কারাগারে নেওয়া হচ্ছে কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামক। ছবি: বাংলানিউজ

বরিশাল: ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক পলি আফরোজ তাকে পাঠানোর নির্দেশ দেন।


এদিকে আদালত চত্বরে ছবি তুলতে গেলে কাউন্সিলরের সহযোগীরা বাধার সৃষ্টি করেন বলে জানিয়েছেন চিত্র সাংবাদিকরা। এ সময় তাদের উদ্দেশ্য করে কাউন্সিলরও বিষয়টি দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে, শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে এয়ারপোর্ট থানায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে কাউন্সিলর কালাম ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে। দুপুরে মামলা হলে, সন্ধ্যায় পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।