ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

কেরানীগঞ্জে শিশু ধর্ষণ-হত্যা: আসামির ফাঁসির রায় বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
কেরানীগঞ্জে শিশু ধর্ষণ-হত্যা: আসামির ফাঁসির রায় বহাল

ঢাকা: কেরানীগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি রানাকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামির আপিল খারিজ করে রোববার (১২ ডিসেম্বর) রায় দেন বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক কুমার পাল।

শিশুটির প্রতিবেশী মো. রানা ২০১৪ সালের ২৪ আগস্ট শিশুটিকে মাছ ধরার কথা বলে স্থানীয় একটি মাছের খামারে নিয়ে যায়। খামারের পশ্চিম পাশের এক কলাগাছের মুড়ায় ধর্ষণ করার পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ওই খামারেই ফেলে দেয়। পরবর্তীতে খোঁজ না পেয়ে শিশুর বাবা থানায় একটি মামলা করেন। সে মামলায় আসামি রানাকে গ্রেফতার করে পুলিশ।

বিচার শেষে ২০১৬ সালের ৫ মে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম রানাকে মৃত্যুদণ্ড দেন।

এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা হাইকোর্টে আপিল করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।