ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

  

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমসহ চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি কামাল উদ্দিন পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের মনাকর্শা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
মামলায় খালাসপ্রাপ্তরা হলেন-সমির উদ্দিন, জামাল উদ্দিন, কামাল উদ্দিন ও গিয়াস উদ্দিন।  

মামলার বিবরণে জানা যায়, পুকুরে মাছ ছাড়া ও ধরা নিয়ে কৃষক বাচ্চু মিয়া ও জসিমের মধ্যে বিরোধ ছিল। তারা একই বংশের লোক। এ ঘটনায় একটি মামলাও হয়। এতে জসিম ও তার ভাইয়েরা আসামি ছিলেন। এরপর আদালতের মাধ্যমে তারা জামিনে বের হয়ে আসেন। সেই বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে জসিম, তার তিন ভাই ও কয়েকজন আত্মীয় মিলে কৃষক বাচ্চু মিয়ার ওপর হামলা চালান। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই হারুন অর রশিদ বাদী হয়ে জসিম উদ্দিনসহ ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-জেরা শেষে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি রাখাল চন্দ্র দে এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।