ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

হেফাজত নেতা কোরবান আলী কাসেমী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
হেফাজত নেতা কোরবান আলী কাসেমী রিমান্ডে

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহ সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  

বুধবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ রিমান্ডের এ আদেশ দেন।

 

বিগত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় এদিন কোরবান আলী কাসেমীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই আবেদনের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

গত ২০ এপ্রিল বিকেলে ডিবির গুলশান বিভাগ টিম বাসাবো এলাকায় থেকে কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করে।  

ডিবি পুলিশ জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার অন্যতম আসামি হেফাজতের এই নেতা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।