ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি শরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১, ২০২১
আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি শরিফুল

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় আত্মসমপর্ণ করে জামিন পেয়েছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শরিফুল ইসলাম জিন্নাহ।

সোমবার (১ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তার জামিন মঞ্জুর করেন।

দুদকের আদালত পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মামলা দায়েরের পর সংসদ সদস্য শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় এদিন বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। মামলাটি তদন্তাধীন, অভিযোগপত্র দাখিল হয়নি। এজন্য আদালত অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন।

গত ২ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ এই মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

মামলায় শরিফুল ইসলামের বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৭৭০ টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।