ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিনহা হত্যা: র‌্যাবের অভিযোগপত্র আদালতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
সিনহা হত্যা: র‌্যাবের অভিযোগপত্র আদালতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান

কক্সবাজার: নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র কক্সবাজারের আদালতে জমা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে শুনানি শেষে এ অভিযোগপত্র নেওয়া হয়।

একইসঙ্গে এই মামমলার পলাতক আসামি সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়াও একই ঘটনায় পুলিশের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ায় অভিযুক্ত স্ট্যামপোর্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ ও সিফাতকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর বহুল আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে এ প্রতিবেদন জমা দেন।  

এ প্রতিবেদনে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্তকেন্দ্রের আইসি পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত ১৫ জনের মধ্যে ১৪ জন এখন কারাগারে এবং অপরজন টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাগর দে পলাতক রয়েছেন।

চলতি বছরের ৩১ জুলাই দিনগত রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।