ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

আয়কর ফাঁকি: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৯ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
আয়কর ফাঁকি: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৯ বছর কারাদণ্ড

ঢাকা: আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন।

 

আসামি শহিদ উদ্দিন চৌধুরী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

শহিদ উদ্দিন চৌধুরীকে আয়কর আইনের ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  
সাজা পরপর কার্যকর হবে বিধায় তাকে ৯ বছরই সাজা খাটতে হবে।  

আয়কর ফাঁকির অভিযোগ এনে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার কর অঞ্চল-৯ এ মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান।  

গত ২৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত ১০ নভেম্বর অস্ত্র আইনের মামলায় কর্নেল (অব.) শহিদ উদ্দিন চৌধুরী, তার স্ত্রী ফারজানা আনজুম খানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।