ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মানবতাবিরোধী অপরাধ মামলার ১ আসামির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
মানবতাবিরোধী অপরাধ মামলার ১ আসামির জামিন

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর এক আসামিকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

মুজাহিদুল ইসলাম শাহীন জানান, নীলফামারীর এই মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। এর মধ্যে একজন মারা গেছেন। বাকি আট জনের মধ্যে চার জন গ্রেফতার আছেন। এই চারজনের মধ্যে আসামি একরামুল হক (৭৮) ইউরোলজি বিষয়ক সমস্যা নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসার যুক্তিতে আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন শর্তে তাকে জামিন দিয়েছেন আদালত। এ মামলাটি বর্তমানে চার্জ হিয়ারিংয়ের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad