ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

উজিরপুরে ১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড, আরেকজনকে যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ডিসেম্বর ১৩, ২০২০
উজিরপুরে ১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড, আরেকজনকে যাবজ্জীবন

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় খলিল সিকদারকে হত্যার ঘটনায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এ রায় দেন।



আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, দণ্ডিতদের মধ্যে উজিরপুরের দক্ষিণ কুড়ালিয়া এলাকার বাবুল শেখকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং মশাং এলাকার আব্দুল হান্নান খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার মশাং এলাকার মণ্ডল বাড়ির পাশে খলিলকে ডেকে নিয়ে যায় হত্যা করেন ওই আসামিরা। এ ঘটনায় পরের দিন নিহত খলিলের স্ত্রী ছাহেরা খাতুন বাদী হয়ে ১১ জনের নামোল্লেখ করে মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে সাজা দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকিদের খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।