ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তি যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তি যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহে সদর উপজেলার পাড়াইল এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মোতালেব হোসেন মুতু (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে ৮ বছর বয়সী কন্যাশিশুকে ঘরে রেখে পরিবারের অন্য সদস্যরা পুকুরে গোসল করতে যান। এ সুযোগে প্রতিবেশী মোতালেব শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন শিশুর বাবা কোতোয়ালি মডেল থানায় মোতালেবকে আসামি করে মামলা দায়ের করেন। দুপুরে এ মামলার একমাত্র আসামি মোতালেবকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
একে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।