ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

পরিপত্র মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশে নোটিশ

স্পেশালকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
পরিপত্র মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশে নোটিশ

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ‘বৈষম্যমূলক কোটা ব্যবস্থার নিয়োগ কার‌্যক্রম স্থগিত করে সংশোধিত প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা বিধির বর্তমান পরিপত্র মেনে’ ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আবদেনকারী এক প্রার্থী মো. তারেক রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া মন্ত্রি পরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। তারেক রহমান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা বলে জানা গেছে।

নোটিশের তথ্যানুসারে ২০১৮ সলের ৪ অক্টোবর একটি পরিপত্র জারি করা হয়। সেখানে বলা হয়, ৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম-১৩ম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগে ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা হইল।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮ অক্টোবরের নিয়োগ বিজ্ঞপ্তি পর‌্যালোচনা করা নোটিশদাতা দেখতে পান, নিয়োগ বিজ্ঞপ্তির ১৩ ও ১৪ নম্বর অনুচ্ছেদে কোটা প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। যা ২০১৮ সালের ৪ অক্টোবরের সিদ্ধান্তের পরিপন্থি।  

নোটিশদাতা ২০ শতাংশ পৌষ্য কোটা কেন বাতিল করা হবে না তা জানতে চান। এছাড়া পুরুষ প্রার্থীর জন্য ২০ শতাংশ কোটা রেখে পুরুষ গোষ্ঠীকে ছোট করা হয়েছে। তাই ২৪ ঘণ্টার মধ্যে এ বৈষম্যমূলক কোটা ব্যবস্থার নিয়োগ কার‌্যক্রম স্থগিত করে সংশোধিত প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা বিধির বর্তমান পরিপত্র মেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশসময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।