ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

সিনহা হত্যাকাণ্ড: আসামিদের রিমান্ডের সময়সীমা বাড়ানোর আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
সিনহা হত্যাকাণ্ড: আসামিদের রিমান্ডের সময়সীমা বাড়ানোর আবেদন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান, ফাইল ফটো

ঢাকা: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের রিমান্ড কার্যকর করতে সময়সীমা বাড়ানোর আবেদন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আসামিদের প্রত্যেককে সাতদিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে র‌্যাব সদরদপ্তরের একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি জানিয়েছে।

সূত্র জানায়, আদালতের দেওয়া ১০ দিন সময়সীমার মধ্যে আসামিদের সাতদিনের রিমান্ড কার্যকর সম্ভব নয়। তাই আসামিদের জিজ্ঞাসাবাদে এই সময়সীমা বাড়াতে আদালতে আবেদন করেছে র‌্যাব। সেইসঙ্গে চার আসামির নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে র‌্যাব। তারা হলেন, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর কবির, কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল আবদুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এসজেএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।