ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

নব্য জেএমবির নারী শাখার প্রধান রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
নব্য জেএমবির নারী শাখার প্রধান রিমান্ডে

ঢাকা: রাজধানীর কমলাপুর থেকে গ্রেফতার নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহর (২৮) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক সোহরাব হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে আসমানী খাতুনকে উত্তর কমলাপুর এলাকা থেকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট। ওই ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

আসমানীর গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খানাপুর দক্ষিণপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি নারীদের জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করার কাজ করে আসছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
কেআই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।