ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

তফসিল স্থগিত চেয়ে রিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, নভেম্বর ২৫, ২০১৮
তফসিল স্থগিত চেয়ে রিট হাইকোর্ট

ঢাকা: জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

 

রিট দায়েরের পর তিনি বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, (৩) সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে, (ক) মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং (খ) মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে।

তিনি বলেন, সেহেতু সংসদ বহাল রেখে নির্বাচন অসাংবিধানিক।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং আরপিও এর ১২ ধারার পরিপন্থী।

রিটে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, ১২ নভেম্বর তফসিল ঘোষণার গেজেট জারি হয়। যেখানে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা বলা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।