ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

নার্স নিয়োগে প্রশ্নফাঁসের মামলায় দু’জন রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নার্স নিয়োগে প্রশ্নফাঁসের মামলায় দু’জন রিমান্ডে

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে মো. আরিফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই সিনিয়র স্টাফের (ব্রাদার) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।  

এরআগে গত ১৭ নভেম্বর তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ।

 

১৬ নভেম্বর দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি উত্তর বিভাগের একটি দল।

আসামিদের আটকের পর ডিবি উত্তরের অতিরিক্ত ডিআইজি শেখ নাজমুল আলম সাংবাদিকদের জানান, আটকদের কাছ থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠেয় নার্স নিয়োগ পরীক্ষার ফাঁস করা ১১ সেট প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।