ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন দাখিল পিছিয়ে ৩০ জুলাই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, জুন ১৯, ২০১৭
রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন দাখিল পিছিয়ে ৩০ জুলাই

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ৩০ জুলাই পুনর্নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১৯ জুন) ধার্য দিনে কোনো প্রতিবেদন দাখিল না করে ফের সময়ের আবেদন জানায় সিআইডি পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মাঈন উদ্দিন সিদ্দিকীর আদালত নতুন দিন ধার্য করেন।

এ নিয়ে ১৫তম বারের মতো প্রতিবেদন দাখিলের দিন পেছালো।

গত বছরের ০৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।

দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা আইন-শৃঙ্খলা বাহিনীর।

ওই ঘটনায় গত বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মামলাটি করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় এ মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।