ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে যৌতুক মামলায় স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, মে ৩১, ২০১৭
নারায়ণগঞ্জে যৌতুক মামলায় স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় যৌতুকের দাবিতে হত্যা মামলায় মো. কাউসারকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মে) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল আদালতের বিচারক আমজাদ হোসেন এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত কাউসার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভবনাথপুর এলাকার আবদুল মান্নানের ছেলে।

একই মামলায় আদালত দণ্ডপ্রাপ্ত কাউসারের মা রহিমা খাতুনকে খালাস দিয়েছেন।
 
নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্র্যাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর রাকিবউদ্দিন রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১০ অক্টোবর এক লাখ টাকা যৌতুকের দাবিতে খোদেজা আউশারকে গলাটিপে হত্যা করে তার স্বামী কাউসার। ওই ঘটনায় নিহতের বাবা গরীবে নেওয়াজ বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করে। আদালতে দু’জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৭
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।