ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতি মামলায় ফালুর খালাসের রায় বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, এপ্রিল ১১, ২০১৭
দুর্নীতি মামলায় ফালুর খালাসের রায় বহাল

ঢাকা: ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১১ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ দুদকের আপিল খারিজ করে এ রায় দেন।    
 
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সারওয়ার আহমেদ।

ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
 
ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে ফালুর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, সংসদ সদস্য থাকাকালে তার নামে সরকারিভাবে দরিদ্রদের জন্য ৪ লাখ টাকার টিন বরাদ্দ হয়। তিনি এসব বিতরণ না করে তার লোকজনের মাধ্যমে আত্মসাৎ করেন।

এ মামলায় ২০০৮ সালের ২ জুন ফালুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেন বিচারিক আদালত।
 
এ রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১৩ সালে ফালুকে খালাস দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। এ আপিল মঙ্গলবার খারিজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১১,২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ