ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

রাষ্ট্রদূত নাজিমউল্লাহ’র অর্থদণ্ড বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
রাষ্ট্রদূত নাজিমউল্লাহ’র অর্থদণ্ড বহাল

ঢাকা: রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে সাবেক রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরীকে অর্থদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

একইসঙ্গে হাইকোর্টের দেওয়া তিন বছরের সাজা কমিয়ে ১৪ দিনের কারাভোগকে দণ্ড হিসেবে গণ্য করেছেন আপিল বিভাগ।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ নাজিমউল্লাহ’র আবেদনের নিষ্পত্তি করে এ রায় দেন।

আদালতে  দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে  ছিলেন খুরশীদ আলম খান।
 
নাজিম উল্লাহ’র পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

খুরশীদ আলম খান বলেন, তিনি (নাজিমউল্লাহ) ১৪ দিন কারাভোগ করেছেন। তার এ কারাভোগকে দণ্ড হিসেবে গণ্য করেছেন আপিল বিভাগ। এ কারণে তাকে আর দণ্ডভোগ করতে হবে না। এদিকে তিনি অর্থদণ্ডও পরিশোধ করেছেন।

২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি  থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী।

এ সময়ের মধ্যে সেখানে তিনি অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নামে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ আনে দুদক।

২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় এসব অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ।

এ মামলায় ওই বছরের ১৬ নভেম্বর নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে ২২ লাখ টাকা জরিমানা করেন।

বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালের ০১ আগস্ট হাইকোর্ট তার সাজা কমিয়ে তিন বছর কারাদণ্ড এবং ছয় লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ঠিক করে দেন।
পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধেও আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার সে আপিলের নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া অর্থদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।