ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

নিউমার্কেটে ঢাবির ২ শিক্ষার্থীকে মারধর, তিন দোকানি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ২৭, ২০২৫
নিউমার্কেটে ঢাবির ২ শিক্ষার্থীকে মারধর, তিন দোকানি রিমান্ডে সোমবার দোকানিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন দোকানির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—নজরুল ইসলাম মিলন, মো. চুন্নু মিয়া ও নামজুল।

এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজিব মিয়া। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ২৬ মে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম ও আয়েজুর কেনাকাটা করতে নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটে যান। তখন ওই দোকানে কেনাকাটা করতে আসা এক মেয়ে দরকষাকষি করেন। এটা নিয়ে দোকানের কর্মচারীরা ওই মেয়েকে গালিগালাজ করতে থাকেন। তখন দুই শিক্ষার্থী এটার প্রতিবাদ করলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান।

এতে তারা গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২৭ মে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।