ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে এক ছাত্র হত্যার মামলায় ময়মনসিংহ-১১ আসনের (ভালুকা) সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিএমএম যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৪ মে) দিনগত রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছর ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে মোহাম্মদ আরিফ চোখে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফ ওই এলাকার লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদরাসার আলিম প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় তার বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নামে মামলা করেন। মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি ধনু।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ধনু সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কেআই/আরআইএস