ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সাংবাদিক দম্পতি শাকিল–রুপার জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, জানুয়ারি ২২, ২০২৫
সাংবাদিক দম্পতি শাকিল–রুপার জামিন স্থগিত

ঢাকা: রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করছেন আপিল বিভাগ। আগামী ১০ ফেব্রুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদেশের বিষয়টি বুধবার (২২ জানুয়ারি) নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

তিনি জানান, হাইকোর্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রুবেল হত্যা মামলায় ৬ মাসের জামিন দিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত মঙ্গলবার তা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসে প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।