ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুরে মাদক মামলায় নারীর ৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, অক্টোবর ২৯, ২০২৪
মেহেরপুরে মাদক মামলায় নারীর ৫ বছরের কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় মরিয়ম খাতুন মিতু নামে এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মনজুরুল ইমাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মরিয়ম খাতুন মিতু কুষ্টিয়া হাউজিং বি-ব্লকের (গোলপুকুর বস্তি) আমির হোসেনের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২৯ এপ্রিল গাংনী উপজেলার বামুন্দী রানা সিনেমা হলের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মরিয়ম খাতুন মিতুকে আটক করে মেহেরপুর ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১৪ (খ) ধারায় একটি মামলা করা হয়। মামলার পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট আটজন সাক্ষী সাক্ষ্য দেন। শুনানি শেষে দোষী প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

মরিয়ম খাতুন মিতু এখন পলাতক। গ্রেপ্তারের দিন থেকে তার সাজা শুরু হবে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।