ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ডা. ঈশিতাকে গুম, ট্রাইব্যুনালে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, সেপ্টেম্বর ২২, ২০২৪
ডা. ঈশিতাকে গুম,  ট্রাইব্যুনালে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন চিকিৎসক ইসরাত রফিক ঈশিতা। ২০২১ সালের জুলাই মাসে র‌্যাবের ছয় সদস্য তাকে গুম করে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি।

ওই চিকিৎসক রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করেছেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এ চিকিৎসক ইউএসএ এর একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেইজড হসপিটালের ডাক্তার ছিলেন তিনি। তাকে ২০২১ সালের ২৮ জুলাই সালে তুলে নিয়ে যায় র‌্যাব। ৫ দিন পর ২ আগস্ট তাকে আদালতে তোলা হয়। মাদকের মামলা দেওয়া হয়। তিন মামলায় ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। মাঝখানে ৫দিন তাকে গুম করে রাখা হয়। নানাভাবে তাকে নির্যাতন করা হয়। তিনি গুমের অভিযোগ দিয়েছেন। এটা গ্রহণ করেছি। এটা পর্যালোচনা করে দেখবো। এটা এখানে বিচার্য হবে কিনা।

এ চিকিৎসক ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।