ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

আমেরিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, মার্চ ২৮, ২০২৪
আমেরিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (২৭ মার্চ) সকালে আমেরিকার সুপ্রিম কোর্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার কথা জানিয়েছেন আমেরিকার প্রধান বিচারপতি।  

পরে বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালি পর্যবেক্ষণ করেন। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, প্রায় ২০ মিনিটেরও বেশি সময় ধরে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপক্ষীয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিও এতে সমর্থন জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আমেরিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির এটিই প্রথম সাক্ষাৎ।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।