ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

এমন বিকেল কখনও দেখেনি প্রধান বিচারপতির বাসভবন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এমন বিকেল কখনও দেখেনি প্রধান বিচারপতির বাসভবন

ঢাকা: রাজধানীর হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন। এ পর্যন্ত ২৩ জন প্রধান বিচারপতি এখানে বসবাস করেছেন।

কিন্তু একসঙ্গে সবাই মিলিত হয়েছেন কিনা তা অবশ্যই নিশ্চিত করতে পারেননি কেউ।

তবে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দাওয়াতে মিলিত হয়েছেন সাবেক দশজন প্রধান বিচারপতি।   

তারা হলেন, সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  

এ সাবেক প্রধান বিচারপতিগণ এক সময়ে বসবাস করা আঙ্গিনায় এসে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেছেন। স্মৃতি হিসেবে করেছেন ১০টি  গাছ রোপণ করেন।

এ সময় প্রধান বিচারপতির বাসভবনের ইতিহাস সম্বলিত বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ফলক উন্মোচন করা হয়। এক পর‌্যায়ে ফটোসেশন করেন এই সাবেক দশ প্রধান বিচারপতি।

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.কামাল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো.মোমতাজ উদ্দিন ফকিরসহ সুপ্রিম কোর্ট  রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ইএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।