ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, নভেম্বর ২৯, ২০২৩
ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রিমান্ডের এই আদেশ দেন।

এ দিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সোরোয়ার। অপরদিকে আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা থেকে ফজলুর রহমান খোকনকে আটক করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতাকর্মীরা একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে খোকনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।