ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

যশোরে ৮ কৃষি কর্মকর্তার নামে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
যশোরে ৮ কৃষি কর্মকর্তার নামে দুদকের মামলা

যশোর: দুই কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৭৭৫ টাকার বীজ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যশোরের ৮ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (২০ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক আল আমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



মামলার আসামিরা হলেন, বিএডিসির সাবেক উপপরিচালক তপন কুমার সাহা, আমিন উল্যাহ ও ইন্দ্রজিৎ চন্দ্র শীল, সাবেক সহকারী পরিচালক আলী হোসেন, আক্তারুজ্জামান তালুকদার, সাবেক গুদামরক্ষক লিয়াকত আলী, রেজাউল কবির ও সাবেক ভারপ্রাপ্ত গুদামরক্ষক কামরুল হাসান।

প্রথম মামলায় আসামি করা হয়েছে- ইন্দ্রজিৎ চন্দ্র শীল, আমিন উল্যা, আলী হোসেন ও রেজাউল কবিরকে। তাদের বিরুদ্ধে ৪৭ লাখ ৬২ হাজার ৯৮৪ টাকার বীজ আত্মসাতের অভিযোগে আনা হয়েছে।

প্রথম মামলার এজাহারে বলা হয়, আসামি ইন্দ্রজিৎ চন্দ্র শীল ২০১৮-১৯ উৎপাদন বর্ষে ঝিনাইদহে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কর্মপরিকল্পনা অনুযায়ী একটি খামারে ৪০ হেক্টর (৯৮ দশমিক ৮ একর) জমিতে ৮০ টন এসএল এই-এইট জাতের হাইব্রিড ধানবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। ওই বীজ উৎপাদনের জন্য বীজ, সার, কীটনাশক, শ্রমিক, জিএ-৩ চাষাবাদ ও অন্যান্য খরচ বাবদ মোট এক কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আসামিরা যোগসাজশে ঝিনাইদহে উৎপাদিত ২২ দশমিক শূন্য ৩৫ টন বোরো এসএল এই-এইট এইচ জাতের বীজ ধান, ৯৩৬৮ কেজি বারি ৩০ জাতের ধানবীজ আত্মসাৎ করেছেন।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ঝিনাইদহে উৎপাদিত ৭৫ দশমিক শূন্য ৭৫ টন বোরো এসএল এই-এইট এইচ জাতের বীজ ধান, ৪ দশমিক শূন্য ৬৯ টন, ব্রি ধান ২৮ জাতের ধানবীজ ও ২৬২৫ কেজি বারি ৩০ জাতের ধানবীজ আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় মামলায় এক কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৪৪১ টাকার বীজ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় মামলার এজাহারে বলা হয়, আসামিরা চুয়াডাঙ্গায় উৎপাদিত ৩২ দশমিক ১১০ মেট্রিক টন বোরো এসএল এই-এইট এইচ জাতের বীজ ধান ৯ দশমিক ৮২৫ কেজি বারি ৩০ জাতের বীজ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে ৬৭ লাখ ৯৫ হাজার ৩৫০ টাকার বীজ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সর্বমোট দুই কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৭৭৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ