ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মার্চ ২৩, ২০২৩
রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহী: রাজশাহীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-(২) বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম নাসিরুল ইসলাম নাসির (২৯)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের আজাহার আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।

রাজশাহী নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসলি অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ঘটনাটি ২০২০ সালের এপ্রিল মাসের। চকলেট খাওয়ানোর কথা বলে ওই শিশুকে পাটক্ষেতের ভেতর নিয়ে যায় অভিযুক্ত নাসিরুল। পরে তাকে ধর্ষণ করে। এ সময় ওই শিশুটি কাঁদতে শুরু করলে তাকে প্রাণে মেরে ফেলার ভয়-ভীতি দেখায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে সব কথা বাবা-মাকে বলে দেয়। এ ঘটনায় তার মা থানায় গিয়ে ধর্ষণের মামলা করেন।

অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা আরও জানান, ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।  

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান রাষ্ট্র পক্ষের এই আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।