ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ভারত

বরফমোড়া কাশ্মীর, জাঁকানো শীতের আশঙ্কা কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
বরফমোড়া কাশ্মীর, জাঁকানো শীতের আশঙ্কা কলকাতায় বরফমোড়া কাম্মীর/ছবি: সংগৃহীত

কলকাতা: একদিকে শান্ত বঙ্গোপসাগর, অন্যদিকে বরফমোড়া কাশ্মীর- দুই মিলিয়ে কলকাতায় আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়তে যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মাঝে কয়েকদিন নিম্নচাপের ফলে শীত প্রায় উধাও হয়ে গিয়েছিল কলকাতায়। আকাশ পরিষ্কার থাকায় সবশেষ দু’দিন শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। এটা আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

চলতি মৌসুমের শুরুতে বেশ শীত পড়েছিল কলকাতায়। কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই কমতে থাকে শীত।

কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, সক্রিয় পুবালি বাতাস, দুর্বল পশ্চিমের হাওয়া, বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড়, ঘূর্ণাবর্ত ও জলীয় বাষ্পের আনাগোনা।
 
ক্রিসমাস ও ইংরেজি নতুন বছরের উৎসবের সময়ও কলকাতায় দেখাছি ছিলো না শীতের।
কলকাতায় শীতযাপন
সম্প্রতি বরফে ঢেকে গেছে ভূস্বর্গ কাশ্মীরের রাস্তাঘাট। বরফের চাদরে ঢাকা সিমলা। মানালিরও ছবি এক। বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপটে কনকনে শীত উপভোগ করছেন পর্যটকরা। এমন কি উত্তরাখণ্ডেও বরফপাতের খবর পাওয়া গেছে।
 
কাশ্মীরে বিভিন্ন এলাকার তাপমাত্রা রাতে মাইনাসে চলে যাচ্ছে। পাঞ্জাব, হরিয়ানাতেও শীতের প্রবল দাপট। কনকনে শীত পড়ছে উত্তর প্রদেশেও। ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা আগামী বুধবার নাগাদ ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে মনে করছে দিল্লির আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৭ জানুয়ারি) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতনে তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি, আসানসোল ৮.৯ ডিগ্রি, বাঁকুড়া ১১.৩ ডিগ্রি। কিছুটা বেড়ে থাকা তাপমাত্রার পেছনে রয়েছে আন্দামান সাগরের নিম্নচাপ।

জানা যায় রোববার (৮ জানুয়ারি) নিম্নচাপটি থাইল্যান্ডের দিকে সরে যাচ্ছে। এ কারণে সপ্তাহের প্রথম দু’দিন কম শীত থাকলেও তারপর থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে কলকাতায়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারত এর সর্বশেষ