ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

দিঘির জলে চাঁদ | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
দিঘির জলে চাঁদ | বাসুদেব খাস্তগীর

চাঁদ উঠেছে দিঘির মাঝে
থই থই থই জলে
ডুব দিয়ে মা চাঁদে যাবো
তুমি সাথী হলে।

জলের সাথে করছে খেলা
বন্ধু দু’জন মিলে
আনলে তাকে আর দেবো না
যেতে আকাশ নীলে।

আমিও তার বন্ধু হবো
দেখবে তুমি চেয়ে
দূর আকাশে কেনো যাবো
কাছেই তাকে পেয়ে?

বলছে মা তার ‘ভাবনাটা তোর
পুরোই অশ্বডিম্ব
জলের মাঝে চাঁদ দেখেছিস
সেটা প্রতিবিম্ব। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।