ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

করোনা রোধে | আলাউদ্দিন হোসেন  

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
করোনা রোধে | আলাউদ্দিন হোসেন  

হাঁচি কাশি সাবধানে
মুখ ডেকে রাখি
ময়লা হাতে নাক মুখ
না ছুঁই আঁখি। 

মাঝে মাঝে সাবান পানি
হাত ধুয়ে নেই
প্রাণীবর্জ্যের সংস্পর্শে
হাত লাগে যেই।  

সর্দি, জ্বর আসা
না করি হেলা
বারবার কাজগুলো
করি সারাবেলা।

 

হাঁস-মুরগি খালি হাতে
না ধরি আর
প্রচুর পানি পান করি
মাস্ক ব্যবহার।  

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।