ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

রওশন জায়েজ, কাদের নাজায়েজ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, এপ্রিল ২৭, ২০১৬
রওশন জায়েজ, কাদের নাজায়েজ! রওশন এরশাদ ও জিএম কাদের

ঢাকা: কয়েক দিন আগে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা দেওয়া হলে বেঁকে ‌বসেন রওশন এরশাদ। সে সময় তিনি বলেছিলেন, জাতীয় পার্টির (জাপা) গঠনতন্ত্রে ‘কো-চেয়ারম্যান’ বলতে কোনো পদ নেই।

এটি অগঠনতান্ত্রিক, তাই বাতিল করতে হবে।

এ বিষয়টি নিয়ে অনেক জল ঘোলার পর এখন খোদ রওশন এরশাদকেই জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সব জায়েজ হয়ে গেছে!

দায়িত্ব দেওয়ার কয়েক মিনিটের মধ্যে চেয়ারম্যান এরশাদকে অভিনন্দন জানিয়েছেন রওশন। আর এই অভিনন্দন চুপিসারে দেওয়া হয়নি বরং অভিনন্দনের খবর ঢোল বাজিয়ে সংবাদমাধ্যমকে জানান দেওয়া হয়েছে।
 
বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এরশাদ রওশনকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। প্রেসিডিয়ামের অভিমতের ভিত্তিতে জাপা চেয়ারম্যান এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।