ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বিশ্ব ইজতেমায় সিলিন্ডার বিস্ফোরণ আতঙ্কে আহত ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বিশ্ব ইজতেমায় সিলিন্ডার বিস্ফোরণ আতঙ্কে আহত ৯ ছবি : বাংলানিউজ

গাজীপুর: বিশ্ব ইজতেমার ময়দানে রান্না করার সময় একটি গ্যাস সিলিন্ডারের চুলায় বিকট শব্দ হলে আতঙ্কে ছড়িয়ে পড়ে। এ সময় ছুটাছুটি করতে গিয়ে কমপক্ষে ৯ জন মুসুল্লি আহত হয়েছেন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় তাবুতে সামান্য আগুন লাগায় কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। এতে গরম পানি পড়ে তারা আহত হন।

 চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

আহত ও দগ্ধরা হলেন, তমিজ উদ্দিন (৬০), ইয়াসিন (৩০), সাইফুল্লাহ (১৮) কামাল হোসেন (৩২), নাজমুল ইসলাম (২৩), মোঃ ফারুক রশিদ (১৯), জাফর (৭০), তামিম (১৬) ও জব্বার (৬৫)।

বিস্ফোরণ আতঙ্কে আহত কয়েকজন।  ছবি : বাংলানিউজ

ফায়ার সার্ভিস সদর দপ্তর এর ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, সকালে রান্না করার সময় তাবুতে আগুন লেগে যায়। এসময় হট্টগোলে গরম পানি পড়ে  আশেপাশে থাকা কয়েকজন মুসল্লি দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন রোগী হাসপাতালে এসেছে। তবে তাদের কেউ গুরুতর দগ্ধ হয়নি। সবাই চিকিৎসাধীন আছে।

পড়ুন>>> বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯।
আরএস/এজেডএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।