ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন প্রতিযোগিতা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন প্রতিযোগিতা ..

চতুর্থবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজন করছে ইরান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নিয়ম ও শর্ত প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। ২০১৯ সালের এপ্রিলে তেহরানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের সার্বিক সুবিধার্থে আয়োজক কমিটি কিছু শর্ত ও ঠিকানা দিয়েছে। সেগুলো হলো:

যারা অংশগ্রহণ করতে পারবে- 
* ১৮ থেকে ৪৫ বছর বয়সী যে কেউ।

তবে পুরুষ প্রতিযোগী হতে হবে।
* সম্পূর্ণ কোরআন হেফজ ও তেলাওয়াত বিভাগে প্রতিযোগিতা হবে।
* শুধু একটি বিভাগে অংশগ্রহণ করা যাবে।
* নিবন্ধনের সময় নির্বাচিত বিভাগ পরে পরিবর্তন করা যাবে না।
* অংশগ্রহণকারী একজন সহযোগী নিয়ে যেতে পারবেন।
* প্রতিযোগী অবশ্যই প্রতিনিধিত্বকারী দেশের নাগরিক হতে হবে।
* নিবন্ধনে পাসপোর্টের স্ক্যানকপি এবং যোগাযোগের মোবাইল নম্বর দেওয়া আবশ্যক।
* বিগত প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভকারী এবার অংশগ্রহণ করতে পারবে না।
* প্রতিযোগী এবং তার সহযোগীর ভিসা, প্লেনের টিকিট এবং ইরানে থাকা‍-খাওয়ার সার্বিক খরচ আয়োজক কমিটি বহন করবে।
* ২০১৯ সালের ২১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই কেবল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করা যাবে।

অংশগ্রহণের নিয়ম (তেলাওয়াত বিভাগে অংশগ্রহণকারীদের জন্য):
* নিজ কণ্ঠে তেলাওয়াতকৃত সুরা জুমা’র প্রথম ৫ আয়াতের অডিও অথবা ভিডিও ফাইল পাঠাতে হবে।
* রেকর্ডকৃত ফাইলটি অবশ্যই নিজ দেশে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারে এবং কালচারাল অ্যাডভাইজারের কাছে  উপস্থাপিত হতে হবে। ইরান কালচারাল সেন্টার না থাকলে, তেলাওয়াতকৃত ফাইলটি আয়োজকদের কাছে ([email protected]) মেইল করতে হবে।

আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারকরা ফলাফল নির্বাচন করবেন।

সম্পূর্ণ কোরআন বিভাগে অংশগ্রহণকারীদের জন্য নিয়ম:
আগ্রহী প্রতিযোগীদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর কর্তৃপক্ষ যোগাযোগ করবে।
ইন্টারনেটে ভিডিও কলের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নিয়ম:
দৃষ্টি প্রতিবন্ধীরা নিজ দেশে অনুষ্ঠিত জাতীয় অথবা আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাইয়ে শীর্ষ স্থান লাভ করতে হবে।

তেলাওয়াত বিভাগে অংশগ্রহণকারীকে তাজবিদ, তারতিল ও তেলাওয়াতে দক্ষ হতে হবে। তেলাওয়াতের যাবতীয় নিয়ম-কানুন রক্ষা করতে হবে।

হিফজ বিভাগে বিচারককর্তৃক নির্বাচিত আয়াত দ্রুত ও শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে।
দেশের স্বীকৃতিপ্রাপ্ত কোরআন সেন্টারের সার্টিফিকেট থাকতে হবে।

যোগাযোগের ঠিকানা:
ই-মেইল : [email protected]
হোয়াটস্ অ্যাপ : ০০৯৮৯৩৫১১৮৫২৪২
টেলিফোন : ০০৯৮২১৬৬৪৫০৯৯৫
ফ্যাক্স : ০০৯৮২১৬৬৯৫৬৮৯৩।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।