ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

আম বয়ানের মধ্য দিয়ে ফেনীর ইজতেমা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আম বয়ানের মধ্য দিয়ে ফেনীর ইজতেমা শুরু আম বয়ানের মধ্য দিয়ে ফেনীর ইজতেমা শুরু

ফেনী: আম বয়ানের মধ্য দিয়ে ফেনীতে তাবলীগ জামাত আয়োজিত তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  বাদ জোহর আম বয়ান শুরু করেন তাবলীগ জামাতের শীর্ষ আলেম মাওলানা মুনীর আহমেদ সাহেব।

এরপর বাদ আছর আলোচনা করবেন মাওলানা আবু ওমায়ের। বাদ এশা আলোচনা করবেন মাওলানা রবিউল হক।

এর পর আলোচনা শেষে রাত ১০টার পরে হবে মাশোয়ারা। এ মাশেয়ারার মাধ্যমেই শেষ হবে ইজতেমার প্রথম দিনের কাজ।
 
আম বয়ানের আগে বাদ ফজর ইজতেমার আমির মাওলানা নুর উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ডা. মহি উদ্দিন। তখন থেকেই দলে দলে ইজতেমা মাঠে মুসল্লিরা প্রবেশ করছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন বিশাল মাঠে ৬ লাখ বর্গফুটের প্যান্ডেল ধর্মপ্রাণ মুসল্লিতে ভরপুর হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।