ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

ইসলাম

হজ-ওমরাহ পালনের আগে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
হজ-ওমরাহ পালনের আগে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক

ঢাকা: সৌদি আরব সরকারের নতুন নির্দেশনায় হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (২০ জানুয়ারি) আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মেনিনজাইটিসের টিকার এ নির্দেশনা কার্যকর হবে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সই করা চিঠিতে জানানো হয়েছে।

দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা মানার জন্য চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

তবে এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।

আর কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকে নতুন করে টিকা দিতে হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
infostation welcome Banner
img img img
img
img img
img img
img img img img img img
img