ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

আমানসিম সাওতুল কোরআনের গ্র্যান্ড ফিনালে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
আমানসিম সাওতুল কোরআনের গ্র্যান্ড ফিনালে 

ঢাকা: জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো আমানসিম সাওতুল কোরআন-২০২৪, সিজন-৯ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিটে এসএ টিভিতে প্রচারিত হবে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণীর ধারণকৃত এ অনুষ্ঠান।

গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমান সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেওয়া হয় নগদ ৩ লাখ টাকা, প্রথম রানার্স-আপ দুই লাখ টাকা, দ্বিতীয় রানার্স-আপ এক লাখ টাকা এবং তৃতীয় রানার্স-আপ অর্জনকারীকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এছাড়া সকলের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, পাগড়িসহ অন্যান্য গিফট হ্যাম্পার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।