ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমায় জুমার নামাজ ১টা ৩০ মিনিটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
বিশ্ব ইজতেমায় জুমার নামাজ ১টা ৩০ মিনিটে ছবি: বাংলানিউজ

গাজীপুর: আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের (২০২৩) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

ইজতেমায় জুমার নামাজে ইমামতি করবেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের। এতে অংশ নেবে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আজ টঙ্গীর তুরাগের তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহৎ জুমার নামাজ।

এর আগে, শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছে। আজ জুমার নামাজে অংশ নিতে আশপাশের এলাকা থেকে আসছেন হাজার হাজার মানুষ।

ইজতেমার মুরুব্বী শহিদুল ইসলাম জানান, বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক বয়ান করবেন।

আগামী রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বাংলাদেশ সময়: ১২২৩, জানুয়ারি ১৩, ২০২৩ 
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।