ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শাদে বোকো হারামের হামলায় ১০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
শাদে বোকো হারামের হামলায় ১০ সেনা নিহত

জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় মধ্য আফ্রিকার দেশ শাদের অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। গত মঙ্গলবার শাদের সেনাবাহিনীর একটি ইউনিটে এই হামলা চালায় বোকো হারাম।

এনগোবোয়ার লেক শাদ এলাকায় হামলার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। শাদের এই অঞ্চলে সঙ্গে নাইজার, ক্যামেরুন ও নাইজেরিয়ার সীমানা রয়েছে। এই দেশগুলো বোকো হারাম ও ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অতিষ্ট।

মঙ্গলবার শাদের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ব্রাহ মাহামাত এক বিবৃতিতে বলেন, বওকা-তোলোম দ্বীপে একটি সেনা ইউনিটকে অগ্রসর অবস্থান তৈরির জন্য পাঠানো হয়েছিল। এই ইউনিটের ওপর বোকো হারাম আক্রমণ করে। এতে ১০ সেনা নিহত হন।

তবে শাদের একজন সেনা কর্মকর্তা এএফপি নিউজকে নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও ফ্রান্স এক প্রতিবেদনে বলেছে, শাদে ২০ থেকে ৪০ জন সেনা নিহত হয়েছেন। বেশ কয়েজন নিখোঁজ আছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।