ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, এগিয়ে ট্রাম্পের দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, এগিয়ে ট্রাম্পের দল ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্টের কার্যকারিতা কেমন সে মনোভাব জানান দেশটির নাগরিকরা। এটাই সেখানকার নিয়ম।

এই ভোটে হেরে গেলে প্রেসিডেন্টের ক্ষমতা কমে যায়।

এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন তার ক্ষমতা কিছুটা হারাতেও পারেন। কারণ মঙ্গলবারের (৮ নভেম্বর) ভোটে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ২০২১ সালের ২০ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেন জো বাইডেন। রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাট এই প্রেসিডেন্ট গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র শাসন করছেন।

মার্কিন কংগ্রেসের দুই কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) এবং সিনেটের পাশাপাশি কয়েক জায়গায় গর্ভনরের আসন দখলের লড়াই চলছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদ এবং সিনেটে ভোটে এগিয়ে আছে রিপাবলিকানরা।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পুরো ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোট হচ্ছে তিন ডজন গভর্নর নির্বাচনেও। এরই মধ্যে ফ্লোরিডার রিপাবলিকান নেতা রন ডেসান্টিস ডেমোক্র্যাটিক প্রার্থী চার্লি ক্রিস্টকে গভর্নর নির্বাচনে পরাজিত করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। আর সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা জন থুনে পুনর্নির্বাচিত হয়েছেন।

বর্তমানে প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। তারা ১৭০ আসনে জয় নিশ্চিত করেছে। আর জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১১৪টি আসন। হাউসের নিয়ন্ত্রণ দখলে প্রয়োজন মোট ২১৮টি আসন।

তবে সিনেটের দখল নিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ৫০ আসনের মধ্যে ৪৬টির দখল নিয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। আর ডেমোক্র্যাটদের হাতে রয়েছে ৪৫টি আসন।

পরিসংখ্যান বলছে, সিনেটে রিপাবলিকানরা ৪৬টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৪৫টি আসনের নিয়ন্ত্রণে রয়েছে। আর প্রতিনিধি পরিষদে ১৭০-১১৪ আসনে এগিয়ে ট্রাম্পের দল।

বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটে সিনেট নিয়ন্ত্রণ করছে ডেমোক্র্যাটিক পার্টি।

মঙ্গলবারের আগে ৪ কোটি ৬০ লাখের বেশি মার্কিন ভোটার মেইল অথবা সশরীরে আগাম ভোট দিয়েছেন। এক নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, এসব ভোট গণনায় বেশ সময় লাগবে।

যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যে দুজন সিনেটর থাকেন, যারা ছয় বছরের জন্য নির্বাচিত হন। রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হন দুই বছরের জন্য এবং ছোট জেলাগুলোর প্রতিনিধিত্ব করেন।

বিগত দুই বছর ধরে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট বাইডেনের জন্য যে কোনো আইন পাস করা সহজ হয়েছে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে সেই সুযোগ আর থাকবে না ডেমোক্র্যাটদের। ফলে বাইডেন অনেকটা ‘নখদন্তহীন বাঘ’-এ পরিণত হবেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অংশ নেবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার (৭ নভেম্বর) তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে বিশাল একটি ঘোষণা দেবেন। ধারণা করা হচ্ছে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে, ট্রাম্প আরও শক্তিশালী হয়ে উঠবেন।

সূত্র: বিবিসি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।