ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মাত্র ৪৩ দিন পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
মাত্র ৪৩ দিন পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দায়িত্ব পাওয়ার মাত্র ৪৩ দিন পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুয়েলা ব্রাভারম্যান।  

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বুধবার (১৯ অক্টোবর) মুখোমুখি এক বৈঠকের পর পদত্যাগ করেন তিনি।

সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, তিনি তার ব্যক্তিগত ইমেইল থেকে একটি অফিশিয়াল ডকুমেন্ট পাঠিয়েছেন যা মন্ত্রিত্বের নিয়মের লঙ্ঘন। তবে পদত্যাগপত্রে লিজ ট্রাসের তীব্র সমালোচনা করেছেন তিনি।  

এদিকে সুয়েলার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রান্ট শ্যাপস। আগে তিনি পরিবহনমন্ত্রী ছিলেন। গ্রান্ট কনজারভেটিভ প্রধানের দৌড়ে ঋষি সুনাককে জোরাল সমর্থন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।