ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনে ফের বেসামরিক গাড়িবহরে হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ইউক্রেনে ফের বেসামরিক গাড়িবহরে হামলা, নিহত ২০

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কে বেসামরিক গাড়িবহরে রুশ হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

খারকিভ অঞ্চলের প্রধান ওলেহ সিনহুবভ জানিয়েছেন, রুশ সীমান্তের কাছে অবস্থিত কুপিয়ানস্কে হামলাটি চালানো হয়। তবে কখন এই চালানো হয়েছে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে সিনহুবভ বলেন, গোলাবর্ষণ বাঁচতে থেকে যে সব লোকজন পালানোর চেষ্টা করছিলেন তাদের ওপর হামলা চালানো হয়। এটি নিষ্ঠুরতা যার কোনো যৌক্তিকতা নেই।  

এর আগে শুক্রবার(৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়িবহরে হামলায় ৩০ জনের মৃত্যু হয়।  এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।