ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোতে সহিংসতায় নিহত ৮ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
মেক্সিকোতে সহিংসতায় নিহত ৮ 

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকান শহর জুয়ারেজে পৃথক সহিংসতায় ঘটনায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১১ আগস্ট) এসব সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রথম ঘটনায় একটি কারাগারে দাঙ্গার ঘটনায় দু কারাবন্দি নিহত হয়। এতে আহত হয় আরও চারজন।  

স্থানীয় গণমাধ্যমে দাঙ্গার জন্য সিনালোয়া কার্টেলকে দায়ী করা হয়েছে। এই গ্যাং দলের সাবেক নেতা জোয়াকিন এল চ্যাপো গুজম্যান যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন সাজা খাটছেন।  

পরে একটি খাবার দোকানে হামলা চালিয়ে দুই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় আরেকজন আহত হন। পরে দোকানটি পুড়িয়ে দেওয়া হয়।  

এদিন সন্ধ্যায় চার জন রেডিও কর্মীকে গুলি করে হত্যা করা হয়। তারা একটি প্রচারমূলক ইভেন্টে অংশ নিয়েছিল।  

 এ সব ঘটনায় একটি টুইট বার্তায় চিহুয়াহুয়া রাজ্যের গভর্নর মারু ক্যাম্পোস বলেন,  এই নৃশংসতায় মানুষের প্রাণহানির জন্য আমি গভীরভাবে দুঃখিত।  

সূত্র: এএফপি

বাংলাদেশ সময় : ১৫৪৭ ঘণ্টা, ১২ আগস্ট, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।