ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মিউজিক ভিডিওর শুটিংয়ে ৮ মডেলকে ধর্ষণ! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
মিউজিক ভিডিওর শুটিংয়ে ৮ মডেলকে ধর্ষণ! 

চলছিল মিউজিক ভিডিওর শুটিং।  ওই সময় হঠাৎই শুটিং সেটে ঢুকে পড়ে আট মডেলকে ধর্ষণ করে বন্দুকধারীদের একটি দল।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্প শহরে।  

 দেশটির পুলিশমন্ত্রী ভেকি সেল সাংবাদিকদের জানান,  বৃহস্পতিবার হামলা ও ধর্ষণের ঘটনায় নিরাপত্তা বাহিনী প্রায় ২০ সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।  

তবে অভিযুক্তেরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নন বলেই স্থানীয় পুলিশ মনে করছে। পুলিশের দাবি, দুষ্কৃতীকারীরা অবৈধ খনি উত্তোলনের সঙ্গে জড়িত এবং দেশের বাইরে থেকে এসেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।  ভুক্তভোগী  নারীদের সবার বয়সই ১৮ থেকে ৩৫-এর মধ্যে বলেও জানিয়েছে পুলিশ।  

দক্ষিণ আফ্রিকায় প্রতি ১২ মিনিটে গড়ে একটি করে ধর্ষণ বা একই ধরনের অপরাধের অভিযোগ আসে পুলিশের কাছে। কিন্তু দেশটির ধর্ষণের ঘটনার খবর খুবই কমই আসে আন্তর্জাতিক গণমাধ্যমে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২ 
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।