ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন স্পিকার তাইওয়ানে এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
মার্কিন স্পিকার তাইওয়ানে এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: চীন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার ন্যান্সি পেলোসি

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে চীন। পাশাপাশি পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে দেশটি।

 

১৯৯৭ সালের পর পেলোসিই সর্বোচ্চ পদের মার্কিন রাজনীতিবিদ যিনি প্রথম তাইওয়ান সফর করতে যাচ্ছেন।  

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ জানান, তাইওয়ান মার্কিন আইনপ্রণেতাদের সফরে আসার জন্য সবসময় স্বাগত জানায়। তবে এখনও সরকার পেলোসির সফর সম্পর্কে ‘সুনির্দিষ্ট কোনো তথ্য’ পায়নি।

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে।  

যুক্তরাষ্ট্র শুধু চীনের সঙ্গে কূটনীতিক সম্পর্ক বজায় রাখলেও তাইপের সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে এবং তাদেরকে অস্ত্র ও সামরিক সহায়তা দেয়।

ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার জানিয়েছেন, চীন কখনো দ্বীপরাষ্ট্রটিকে বল প্রয়োগের মাধ্যমে দখল করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিৎ হবে সামরিক পদক্ষেপের মাধ্যমে তাইওয়ানকে সুরক্ষা দেওয়া।

চীনের রাজনৈতিক বিশ্লেষক হু শিজিন ধারণা করছেন, চীনের পিএলএর জেট বিমান পেলোসিকে বহনকারী বিমানকে মধ্য আকাশে বাধা দিতে পারে।

বাইডেন গত সপ্তাহে সাংবাদিকদের জানান, সামরিক বাহিনী ভাবছে এ মুহূর্তে এটা (পেলোসির সফর) বুদ্ধিমানের মত কাজ নয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।